Tuesday, 7 May 2013

চাই


চাই

আমার মাকে
আমার কাছে চাই।
মা বলে ডাকতে চই
মার কোলে ঘুমাতে চাই।
মাকে জড়িরে ধরতে চই
মার হাতে খেতে চাই।
মার হাত ধরে হাটতে চই
মাকে ধরে কাঁদতে চাই
মাকে কাঁদাতে চই
মাকে ধরে হাঁসতে চাই
মাকে হাঁসাতে চাই।

No comments:

Post a Comment