Tuesday, 7 May 2013

জানি


জানি
ইমরান সরকার

জানি তুই ভূলে যাবি
ভূলে যাবি আমায়।
আমায় মনে রাখবিনা
আমার অপেক্ষায় থাকবিনা।
আমি কবে কাছে আসবো
আর তোকে ভালবাসব।

জানি তুই ভূলে যাবি
ভূলে যাবি আমায়,
জানি তুই হারিয়ে যাবি
দূর অজানায়।
তোকে আমি পাবনা খুঁজে
দেখব তোকে স্বপ্বনে
দু’চোখঁ বুঝে।

 জানি তুই ভূলে যাবি
ভূলে যাবি আমায়।
জানি রাত আর জাগবিনা
আমায় নিয়ে ভাববিনা,
স্বপ্ব আর দেখবিনা।

জানি তুই ভূলে যাবি
ভূলে যাবি আমায়।
আমি তাকিয়ে থাকব-
 দূর পানে
যদি তুই আসিস
আবার আমায় ভালবাসিস।

No comments:

Post a Comment