জানি ২
ইমরান সরকার
জানি তুই ভাল নেই,
ভেবে ছিলি সুখি হবি
অন্য কাওকে নিয়ে,
না তা আর হলনা,
সব দুঃখ আমায় দিয়ে
করলি তুই ছলনা।
সুখে-দুখে পাশে থাকবি
একথাই বলেছিল,
তাইতো আমার মন পেয়েছিলি।
সুখে থাকবি এই ভেবে
চলে গেলি অন্যের ঘরে,
তোকে নিতাম আপান কর,
যদি আমার কাছে এসে
আমায় ভালবেসে
নিতি আপন করে।
আমি যে ভালবাসি-
শুধুই তোরে।
No comments:
Post a Comment