Tuesday, 7 May 2013

মিস করছি ভীষণ



মিস করছি ভীষণ
ইমরান সরকার


দোস্ত তোকে খুব মিস করছি
তাইতো ফোনটা বারবার ধরছি,
ভাবি এইবুঝি তুই ফোন দিলি।

তোর ফোন যে আর আসেনা
তাই মনে কষ্ট জমে-
মুক্ত স্রোতে আর ভাসেনা।

দিন গড়িরে মাস আসে
তবু বন্ধু তোর ফোন আসেনা
কথা বলার জন্য মন কাঁদে
দুঃখে ভরা মন আর হাঁসেনা ।

ওনেক প্রতিক্ষার পর
ফোন আমার বাজলো,
কষ্ট সব  মুছে গেল
মন আবার হাঁসলো।

আকাঁশে তাকিয়েচিৎকার করলাম
বললাম, বন্ধু আমায় ভূলেনি,
এখনো মিস করে
এখনো আমায় ভালবাসে
যায়নি কাছ থেকে সরে।
জিজ্ঞাসা করলাম-
দোস্ত তুই কেমন আছিস?
শরীর তোর ভালতো?
বললি তুই ভাল আছি ,
আরও বললি ভাল আছিস?

উত্তর দেয়ার সময়
হঠাৎ এক শব্দ হল
ঘুম আমার ভেঙ্গে গেল
আবেগ সব চলে গেল।

কিরে দোস্ত,
আমায় কি আর ফোন দিবিনা?

No comments:

Post a Comment