Tuesday, 7 May 2013

অবহেলা


অবহেলা
ইমরান সরকার

আমি ক্ষুধার রাজ্যে বাস করি
দু’বেলা খাবার আমার চাওয়া,
তাও কখনো কখনো হয়না পাওয়া

যখন স্বপ্নের রাজ্যে চড়ি
তখন লোভনীয় খাবারের-
আশা আমি করি।
জেগেঁ তা ভূলেও করি না।।

দারিদ্রতা বংশগত ধর্ম
তা কী কখনো কাটবেনা?
তার জন্য আমায়-
সবাই ঘৃণা করে,
কাছে গেলে তাড়িয়ে দেয়,
কখনো যায় দূরে সরে

দারিদ্রতার জন্য –
                                            কখনো কী ভালবাসা পাবোনা?
দারিদ্রটাকে দূরে ঠেলে
মনুষত্বটাকে অন্তরে রেখে
ভাল কি কেউ বাসবেনা?
দূর থেকে দেখে
আমার কাছে এসে
দু’টি গাল ধরে
একটু মুচকি হেঁসে
দিবে’না আদর করে?

আমার কাছে
 কেন কেউ আসেনা?
আমায় ভাল বাসেনা?
বলেনা তুমি কেমন আছ
তুমি কী খেয়েছ?

অভিজাত্যে যারা জন্মেছে
তাদের ভালবাসার জন্য-
অনেক মানুষ আছে
তাও আপনি গিয়ে কাছে
দেন আদর করে,
আর আমরা থাকি-
অবহেলায় পরে।

No comments:

Post a Comment