আমার স্বাধীনতা কৈই
মোঃ ইমরান সরকার
দেশ স্বাধীন হয়েছে,
আমার স্বাধীনতা কৈই ?
একবেলা খাইতো-
দু’বেলা বেলা না খেয়ে রই।
দেশ স্বাধীন হয়েছে,
আমার স্বাধীনতা কৈই ?
সব ভালবাসা তোমাদের
আর আমি অবহেলে রই।
দেশ স্বাধীন হয়েছে,
আমার স্বাধীনতা কৈই ?
আমার জন্য প্রাথমিক শিক্ষা
উচ্চ শিক্ষা ছাড়াই রই।
দেশ স্বাধীন হয়েছে,
আমার স্বাধীনতা কৈই ?
গরীব আমি জন্মগত
উত্তরনের উপায় কৈই।
দেশ স্বাধীন হয়েছে,
আমার স্বাধীনতা কৈই ?
সব ভালবাসা উচ্চ বিত্তদের জন্য,
আমরা কী ভালবাসা পাবার যোগ্য নই।
এই যে আপনাকে বলছি-
তাদের ভালবাসার অনেক মানুষ আছে
তাও আপনি গিয়ে কাছে
গাল দুইটি ধরে
দেন আদর করে।
আর আমরা -
আপনাকে দূর থেকে ডাকি
তারপরও কাছে না এসে,
মেজাজ দেখিয়ে তাড়িয়ে দেন
আর ভালবাসা, সেতো এক স্বপ্ন।
আর ভালবাসা, সেতো এক স্বপ্ন।
আমরা যখন আপনার কাছে যাই
খারাপ একটা ব্যবহার পাই,
আপনার চোখে থাকেনা ভালবাসা
মুখে থাকেনা হাঁসি,
তাই মনে কষ্ট নিয়ে
আবার ফিরে আসি।
No comments:
Post a Comment