Tuesday, 7 May 2013

তোমার জন্য ভালবাসা


তোমার জন্য ভালবাসা
ইমরান সরকার

 আমি যে এসেছি,
ভালবাসা দিতে
    তুমি আমার ভালবাসা নেবে?
 নিশ্চিন্তে পার তুমি নিতে
  বিনিময়ে শুধু একটু দিবে।

তোমার জন্য-
ভালবাসা জমা আছে
  দিতে পাইনা শুধু কাছে।
শুধু একটু হেঁসে,
আমায় ভালবেসে
নাওনা নিয়ে যাও
যত ভালবাসা তুমি চাও।

ভালবাসা নিতে হলে
দিতে হয় জানতো,
নেয়ার জায়গা পুরো খালি
যত ইচ্ছা নাও
শুধু আমায় একটু দাও।
তাহলে শূন্যতা থাকবেনা
আমার মন কাদঁবেনা।

No comments:

Post a Comment