মা আসবে কিন্তু
মোঃ ইমরান সরকার
অনেক দিন দেখিনা
ছুটি পেলে এসো,
আমার পাশে বসো।
মাথায় হাত রেখো,
শব্দহীন হেঁসো।
কপালে চুমু খেয়ো,
আর আমি
শুধু তোমায় দেখবো।
যদি শব্দ করে হাঁস
ঘুম আমার ভেঙ্গে যাবে
আবার তুমি যাবে হারিয়ে
ঐ দূর আঁকাসের তাঁরায়।
No comments:
Post a Comment