Tuesday, 7 May 2013

তুমি দেখ একবার এসে


তুমি দেখ একবার এসে 
ইমরান সরকার

তুমি  দেখ একবার এসে
আমি আর হাঁসি না,
কাটছে জীবন দুঃখের
তোমায় মন ভরে ডাকিনা।

তুমি  দেখ একবার এসে
আমার দুঃখে দুঃখিত হয়ে
নদী আগের মত বয়না,
গজায় না নতুন পাতা
পাখিদের গান গাওয়া হয়না।
ফুল আর ফুটেনা
কাউকে ভালো বাসেনা,
আকাশ মেঘাছন্ন থাকে
সূর্য আর হাঁসে না।

তুমি  দেখ একবার এসে
জীবন যেন থেমে আছে,
টীক টীক ঘোরেনা ঘড়ির কাটা
তুমি নেই তাই কাছে।

তুমি  দেখ একবার এসে
আমি নিঃশ্ব বড় নিঃশ্ব,
তুমি পালালে অনেক দূরে
পাইনা তুমায় খুজে,
তাও আছ এই মন জুড়ে।
কারন দেখি তোমায়-
দুচোখ বুঝে।

মা, আমি এখন বড় হয়েছি
জানি তুমি আর আসবেনা,
আমায় ভাল বাসবেনা,
আমায় নিয়ে ভাববেনা
আমি কেমন আছি।
পাড়বনা ঘুমাতে তোমার কোলে
পাড়বনা ডাকতে মা,
প্রান খুলে।

No comments:

Post a Comment