Tuesday, 7 May 2013

অপেক্ষায় আছি


অপেক্ষায় আছি
মোঃ ইমরান সরকার


মা আমার অনেক জ্বর
দেখে যেও সময় পেলে,
তোমার অপেক্ষায় ঘুমিয়ে আছি
স্বপনে আসবে বলে।

সেইযে তুমি চলে গেলে
আমায় একা ফেলে-
আরতো তুমি আসনি,
আমায় বুকে নাওনি,
তুমি আমায় ভালবাসনি,
নাকি ছুটি তুমি পাওনি?

No comments:

Post a Comment