অপেক্ষায় আছি
মোঃ ইমরান সরকার
মা আমার অনেক জ্বর
দেখে যেও সময় পেলে,
তোমার অপেক্ষায় ঘুমিয়ে আছি
স্বপনে আসবে বলে।
সেইযে তুমি চলে গেলে
আমায় একা ফেলে-
আরতো তুমি আসনি,
আমায় বুকে নাওনি,
তুমি আমায় ভালবাসনি,
নাকি ছুটি তুমি পাওনি?
No comments:
Post a Comment