বন্ধু তোমায় ভালবাসি
ইমরান সরকার
ওবন্ধু, ওআমার বন্ধু
বলি তোমায় কি করে,
আমি তোমায় ভালবাসি
পুষি মনের ঘরে।
তোমার বুকে জায়গা চাই
বলতে গিয়ে থমকে যাই
যদি তোমাকে না পাই।
চলনা হারিয়ে যাই
যেথায় সুখের সীমা নাই।
হারিয়ে যাব দু’জনে
ভালবাসার গহীন বনে,
যেথায় থাকবো তুমি আমি
গড়বো নতুন জীবন।
শুয়ে থাকবো তোমার বুকে
তাকিয়ে থাকবো তোমার চোঁখে
বলবো, শুধু তোমায় ভালবাসি।
No comments:
Post a Comment