Tuesday, 7 May 2013

মেয়ে


মেয়ে
মোঃ ইমরান সরকার

মেয়, তোমায় দেখেছি যখন
জানিনা ভালবেসেছি কখন।
ঐই গোলাপী জামায়
বেশ মানিয়েছিলো তোমায়।

গেলে যখন আমার মনে,
হারালাম আমি গহীন বনে।
বন ছিল গভীর কাল
দাঁড়িয়ে বলেছি-
তোমায় বেসেছি ভাল,
সাথে সাথে কেটেগেল-
বনের গভীর কাল।

যদি সারা জীবন হেঁসে
তুমি আমায় ভালবেসে,
থাক আমার পাশে
এজীবন কাটিয়ে দিব
তোমায় ভালবেসে।

যদি আমায় ভালবাস
সব দুঃখ আমি নিব,
তোমায় ছুতে নাহি দিব।
শুধু প্রান ভরে হেঁসো
আর আমায় ভালবেসো।

মেয়ে, ভালবাসবে কি আমায়?
ভালবেসেছি যে তোমায়।।

No comments:

Post a Comment