Tuesday, 7 May 2013

আজো ভালবাসি



আজো  ভালবাসি
মোঃ ইমরান সরকার


 আমি আজো তোমায় ভালবাসি
ভালবাসি খুব বেশি।
আজো তুমি আমায় ভাবাও
সারা রাত কাঁদাও।

আজো ভাবি-
তোমার অস্পষ্ট কথা,
ধীরে ধীরে বলতে
তোমার হাত ধরে চলতে।

আজো ভাবি-
আমার বিদায়ের সময়
তোমার নিরবিচ্ছিন্ন কান্না।

আজো, তুমি কি আমায় ভাব?
আমায় মনে করে কি কাঁদ?

আজো ঘুম কি আসেনা?
চোখ দুটি জলে ভাসেনা?



No comments:

Post a Comment