Tuesday, 7 May 2013

ভূলে যাওয়া


ভূলে যাওয়া

তুই আমায় মনে রাখিসনা
দোস্ত বলে ডাকিসনা ।
তুই আমায় নিয়ে ভাবিসনা
স্বপ্ন আমায় নিয়ে আকিঁসনা,
যখন আমি থাকবোনা
আমার জন্য কাঁদিসনা ।

ঘুম যখন আসবেনা,
আমায় মনে করিসনা ।

যখন পাশে কেউ থাকবেনা
একা একা কাঁদিসনা,
মনের দরজা খুলে
আমায় করিস স্মরন
নিঃদ্বিধায় করে নেব বরন ।


No comments:

Post a Comment