দীতি
মোঃ ইমরান সরকার
তুমি কি শুধুই নারী
নাকি ধৈর্যেরও প্রতীক,
আমিতা ভেবে না পাই
ভাবতে গেলেও থমকে যাই।
তুমি নও রবীন্দ্রের
হৈমন্তি
যাকে প্রান দিতে হয়েছিল,
কিন্তু বেঁচে রয়েছিল-
সুস্থ মস্তিস্কের অসুস্থ
মানুষগুলো
তাই সে হেরে গিয়েছিল।
তারা তোমায় নিঃস্ব করেছ,
তোমায় সন্তান হত্যা
করেছে,
তোমায়ও করতে চেয়েছিল।
কিন্তু তারাতা পারেনি
তাইতো তুমি হারনি।
দীতি, তুমি কি শুধুই নারী
নাকি ধৈর্যেরও প্রতীক,
তুমি অনেক কষ্টেও প্রাণ
দাওনি
কারো শান্তনা পাওনি।
হৈমন্তিরতো শংকর ছিল,
আর তোমার পিতা-
তোমায় বলী দিল।
তুমিই ধৈর্যের প্রতীক,
তুমি ধন্য নারী,
দেখিয়ে দিলে তুমি
কষ্টকে জয় করতে
আমরাও পারি।
ধিক্কার তোমার স্বামীকে
যে সম্পদ বিয়ে করেছে,
তোমায় আপন করে নেয়নি,
স্বামীর মর্যাদা দেয়নি।
ধিক্কার তোমার শ্বশুরকে
যে তোমায় পেটে লাথি
দিয়েছে
তোমার সন্তানের প্রান
নিয়েছে।
তার চেয়েও বড় ধিক্কার
তোমার পিতার জন্য।
যে তোমায় ভালবাসেনি
তোমার দুঃখে কাঁদেনি,
তোমায় সঙ্গ দেয়নি
দুঃখে, আপন করে নেয়নি।
সব ভালবাসা তার জন্য
যে সব কিছু জেনে
তোমায় ভালবেসেছে,
তোমায় সঙ্গ দিয়েছে
আপন করে নিয়েছে।
তারা=শ্বশুর বাড়ির লোকজন
No comments:
Post a Comment