মনে পড়ে
ইমরান সরকার
সোঁনালী এই বিকেল বেলা
মনে পড়ে তোমার কথা।
চোঁখে ভাঁসে তোমার ঐ হাঁসি
যাকে আমি খুব ভালবাসি।
মনে পড়ে সেই সোঁনালী বিকেল
এই হাতে রেখেছিলে হাত,
চোঁখে রেখেছিলে চোঁখ
বলেছিলে আমায়-
ভূলবোনা কখনো তোমায়।
মনে পড়ে সেই সোঁনালী বিকেল
যে বিকেলে আমায় দিয়ে ফুল,
দিয়ে হাসি, বলেছিলে ভালবাসি।
মনে পড়ে সেই প্রথম দেখা
কলেজ ক্যানটিনে বসে থাকা
বাঁকা চোঁখে তাকিয়ে থাকা।
কেন তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে?
তোমার দু’টি ডানা মেলে
আমায় একা ফেলে।
No comments:
Post a Comment