Tuesday, 23 August 2011

বন্ধু ২



বন্ধু ২
ইমরান সরকার

বন্ধু তুমি কোথায়?
আমায় একা ফেলে
কোথায় চলে গেলে

তোমায় ভূলতে পারিনা
সারাক্ষন মনে পড়ে
আমার মনের ঘরে

জানে আমার এই মন
যায়না ছেড়া বন্ধুত্বের বাঁধন



No comments:

Post a Comment