অভিযোগ
ইমরান সারকার
আমরা এখানে অতি ক্ষুদ্র
আমাদের একটু দাঁড়াতে দাও,
আমাদের প্রতি হইওনা ক্রদ্ব
কষ্ট দিয়ে কি শান্তি পাও।
তারা সমাজের বড় বড় মানুষ
তারা ডাকেনা তাও যাও
তাদের সর্বদা সঙ্গ দাও।
তাদের আছে ভুরি ভুরি
তাও তারা তুষ্ট নয়
আমাদেরটা করে চুরি
তাও থাকেনা কোন ভয়।
তুমি থাক তাদের সাথে
পূর্ন কর সব আশা,
সব সম্পদ তাদের হাতে
নেই আমাদের সুখের হাঁসা।
তারাতো আমাদেরই মতো
তাও ভরেনা দাও যতো।
No comments:
Post a Comment