Tuesday, 23 August 2011

দোস্তরে



দোস্তরে
ইমরান সারকার

কিরে দোস্ত, কেমন আছিস?
আমাদের ভাল নাহয় নাই বাসিস
একটি কল অন্তত কর,
আমাদের কেন ভাবিস এত পর?

দোস্তরে, মনে কি একটুও পরেনা?
দেখতে কি একটুও ইছা হয়না?
একটি ফোঁটা চোঁখের পানিও কি ঝড়েনা?
নাকি আমাদের আর মনে লয়না?

দোস্তরে বিশ্বাস কর-
ওনেক মিস করি,
ভাবিনি কখনো পর,
তোর জন্য শুকিয়ে যায়-
এই মনের রতী

আমরাতো তিনজন দোস্ত,
বড় হয়েছি এক সাথে
তুই নেই ভাবতেই আসে জল,
তোকে ছাড়া দুজন-
থাকি কি করে বল?

দোস্তরে, অনেক ভালবাসি,
যখন তোকে মনে পড়ে,
দুচোখও শ্মরন করে

দোস্তরে, আবেগ দিয়ে বলছি,
আমায় কখনো ঘৃনা করিসনা
পারবোনা সইতে আমি,
শুধু একটু ভালবাসিস,
দূর থেকে মৃদু হাঁসিস,
ভেবে নিবো ভালই আছিস,
এইটাই যে চাওয়া আমাদের

(আমিনা, তুই আমার দোস্ত)

No comments:

Post a Comment