স্বাধীন
ইমরান সারকার।
আমি আজ স্বাধীন
মা বলে ডাকবোই,
আমি আজ বাধাহীন,
শিঁশির ভেজা ঘাঁসে হাটবোই ।
আমি আজ স্বাধীন
মুক্ত পাখির মত উড়বোই,
আমি আজ ভীতিহীন
আন্যায়ের বিরুদ্বে লড়বোই ।
আমি আজ স্বাধীন
লাল-সবুজ উড়াবোই,
আমি আজ স্বাধীন
সবুজের বুকে লাল-
দেখে, দু’টি চোখ জুড়াবোই ।
No comments:
Post a Comment