Tuesday, 23 August 2011

গুপ্ত প্রনয়



গুপ্ত প্রনয়
ইমরান সরকার

কষ্ট বাহারে নহ
তৃপ্ত বাহারে কহ
আহলাদে রহা,
ভূলিয়া গমনা অম্ম
হেতু নহ ত্বম

ভূলিয়া গমনা অম্মি
চিত্তে নহ বদন দ্বারা
তবত বিকাশ লব্দিত নহ
প্রনয়ি গুপ্তে

নাহি কহিব প্রনয়ি
প্রনয়ো গুপ্তে
থুইব তুমায় চিত্তে

হেতু কহ হর্ষে রহা
চিত্তে নহ বদন দ্বারা
ঈয়াদ গমনা ত্বম
তুমি হর্ষে রহা
অস্মদও হর্ষি ইহাই ধ্বম

No comments:

Post a Comment