Saturday, 10 September 2011

প্রিয় বন্ধু


প্রিয় বন্ধু
ইমরান সরকার

বন্ধু কি করে বলি
তুই শিশিরে ভেজা-
ফুলের কলি।

আমি বেঁচে থাকতে
দিবনা তোকে ঝড়তে,
দিবনা মাটিতে পড়তে।

জলের অভাবে দিবনা শুকাতে
প্রয়োজনে ভরিয়ে দিবো রক্তে।

তুই কখনো ফুটবিনা
কলি হয়েই থাকবি।
যদি তুই ফুটে যাস
ঝাড়তে তোকে হবে
তা মনে নাহি সবে।

তোর মতো বন্ধু জুটবেনা
কেউ সবঁদা ভাল বাসবেনা।


No comments:

Post a Comment