কল্পনাতীত
ইমরান সরকার
সব সময় আমি তোকে বলতাম,
তুই একদিন ভূলে যাবি আমায়
জীবনেওনা, পারবোনা, সম্ভবনা তাই শুনতাম।
তোদের ঈস্বর নিজ হাতে বানিয়েছে
তোদের মতো দোস্ত হয়না,
তাই শুধু বলতি
আজ তোর মন কি-
এসব কথা কয়না?
এক সময় তুই বলতি-
বাবা কিছু বললে কান্না পায়।
এখন তুই কিছু বললেও
চোখ দু’টি ভিজে জায়।
আজ জানতে ইচ্ছা করে
তোর মনের তরে,
কি দোষে গেলি সরে?
যদি কোন ভূল করে থাকি,
দু’টি পা মেলে দিস,
হাত দু’টি দিব
আর ক্ষমা চেয়ে নিব।
No comments:
Post a Comment