Sunday, 18 September 2011

সরল ভালবাসা


সরল ভালবাসা
ইমরান সরকার

 আমি যে এসেছি,
ভালবাসা দিতে
    তুমি আমার ভালবাসা নেবে?
 নিশ্চিন্তে পার তুমি নিতে
  বিনিময়ে শুধু একটু দিবে।

তোমার জন্য-
ভালবাসা জমা আছে
  দিতে পাইনা শুধু কাছে।
শুধু একটু হেঁসে,
আমায় ভালবেসে
নাওনা নিয়ে যাও
যত ভালবাসা তুমি চাও।

ভালবাসা নিতে হলে
দিতে হয় জানতো,
নেয়ার জায়গা পুরো খালি
যত ইচ্ছা নাও
শুধু আমায় একটু দাও।
তাহলে শূন্যতা থাকবেনা
আমার মন কাদঁবেনা।

Saturday, 10 September 2011

তুমি নেই তাই


তুমি নেই তাই
ইমরান সরকার

তুমি নেই তাই,
দুঃখ চারপাশে করে খেলা,
আর মন কাঁদে সারা বেলা।

তুমি নেই তাই,
কাটেনা অন্ধকার রাত
হয়না যেন প্রভাত

তুমি নেই তাই,
একা একা ভেবে থাকি
কি ছিল দেবার বাকী।
আমি ভেবেছি-
দেখেছি সবই দিয়েছি।

তুমি নেই তাই,
ভাল লাগেনা কিছু
দঃখরাও করে পিছু।

তুমি নেই তাই,
প্রিথিবীটা বৃষষ্ন মনে হয়
চোঁখের পানি নিরবিচ্ছিন্ন বয়।

প্রিয় বন্ধু


প্রিয় বন্ধু
ইমরান সরকার

বন্ধু কি করে বলি
তুই শিশিরে ভেজা-
ফুলের কলি।

আমি বেঁচে থাকতে
দিবনা তোকে ঝড়তে,
দিবনা মাটিতে পড়তে।

জলের অভাবে দিবনা শুকাতে
প্রয়োজনে ভরিয়ে দিবো রক্তে।

তুই কখনো ফুটবিনা
কলি হয়েই থাকবি।
যদি তুই ফুটে যাস
ঝাড়তে তোকে হবে
তা মনে নাহি সবে।

তোর মতো বন্ধু জুটবেনা
কেউ সবঁদা ভাল বাসবেনা।


কল্পনাতীত






কল্পনাতীত
ইমরান সরকার

সব সময় আমি তোকে বলতাম,
তুই একদিন ভূলে যাবি আমায়
জীবনেওনা, পারবোনা, সম্ভবনা তাই শুনতাম।

তোদের ঈস্বর নিজ হাতে বানিয়েছে
তোদের মতো দোস্ত হয়না,
তাই শুধু বলতি
আজ তোর মন কি-
এসব কথা কয়না?

এক সময় তুই বলতি-
বাবা কিছু বললে কান্না পায়।
এখন তুই কিছু বললেও
চোখ দুটি ভিজে জায়।

আজ জানতে ইচ্ছা করে
তোর মনের তরে,
কি দোষে গেলি সরে?

যদি কোন ভূল করে থাকি,
দুটি পা মেলে দিস,
হাত দুটি দিব
আর ক্ষমা চেয়ে নিব।