খোলা চিঠি
ইমরান সরকার
মা তুমি কেমন আছ?
আশা করি ভাল।
আমি ভাল নেই,
যখন তুমি চলে গেলে
হারিয়ে গেল সুখ-
ডানা
মেলে।
মা, সে দিন তোমায়-
অনেক মনে পড়ল
জোঁনাকি যখন তার মাকে-
জড়িয়ে ধরল।
জান মা,
তুমি এখন আমায় চিনবেনা
আমি অনেক বড় হয়েছি,
মা ডাকতেও শিখেছি।
তোমার বড় চার ছেলে
ব্যাংকে চাকুরি করে,
এই সুখ না দেখে
চলে গেলে ঘুমের ঘরে।
ছোট আমরা ভারসিটিতে পড়ি
নিয়মিত ক্লাসও করি।
মা,
আরও সুখের খবর আছে,
তুমি
দাদু হয়েছ
শাফিন, ইকরাম, ইশমাম
তোমার তিন নাতী
তাদের
অন্তরেও তুমি রয়েছ।
তুমি যদি থাকতে
তারা দাদু বলে ডাকতো
সারাক্ষন তোমায় মাতিয়ে
রাখতো।
বাবার বয়স হয়েছে
শরীর বেশি ভালনা।
তোমার কথা মনে হলে,
মাঝে মাঝে আমাকেও বলে।
মা, চিঠিটা পাওয়ার পরে
সময় পেলে একবার এসো
আমার ঘোমের ঘরে।
আর আমায় জড়িয়ে ধরে
একটু আদর করে
আবার যেও,
আমার
কাছ থেকে সরে।
No comments:
Post a Comment