Tuesday, 24 April 2012

ভালবাসি


ভালবাসি
  ইমরান সরকার

এত বছর খুঁজিতেছি যারে
আজ পেয়েছি তারে।
হতে পারে সে অপরূপা
অথবা হতে পারে সে কুসিত,
তবু আমি তাকে ভালবাসি।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।

তার এত সুন্দর মন
ভালবাসে যে প্রতিজন।
তার নেই রাগ অভিমান
তাই গেয়ে যাই তার জয়গান।
হাঁসি যে তার ফোঁটা পদ্ম ফুল
ঘন কাল লম্বা তার চুল।
তাকে কিয়ে ভাবি সারা বেলা
স্বপনে গাঁথি ভালবাসার মালা ।

সে যে আমার আঁধার রাতের আলো
তাই আমি তাকে বাসি যে ভালো।

মিল যদি নাহয় এই জীঁবনকালে
ঈশ্বরের কাছে প্রার্থনা-
মিল যেন হয় পর কালে।

তোমায় ভালবাসি


তোমায় ভালবাসি
ইমরান সরকার

ওবন্ধু, ওআমার বন্ধু
বলি তোমায় কি করে,
আমি তোমায় ভালবাসি
পুষি মনের ঘরে।

তোমার বুকে জায়গা চাই
বলতে গিয়ে থমকে যাই
যদি তোমাকে না পাই।

চলনা হারিয়ে যাই
যেথায় সুখের সীমা নাই।
হারিয়ে যাব দু’জনে
ভালবাসার গহীন বনে,
যেথায় থাকবো তুমি আমি
গড়বো নতুন জীবন।

শুয়ে থাকবো তোমার বুকে
তাকিয়ে থাকবো তোমার চোঁখে
বলবো, শুধু তোমায় ভালবাসি।

খোলা চিঠি


খোলা চিঠি
ইমরান সরকার

মা তুমি কেমন আছ?
আশা করি ভাল।
আমি ভাল নেই,
যখন তুমি চলে গেলে
হারিয়ে গেল সুখ-
ডানা মেলে।

মা, সে দিন তোমায়-
অনেক মনে পড়ল
জোঁনাকি যখন তার মাকে-
  জড়িয়ে ধরল।

জান মা,
তুমি এখন আমায় চিনবেনা
আমি অনেক বড় হয়েছি,
মা ডাকতেও শিখেছি।

তোমার বড় চার ছেলে
ব্যাংকে চাকুরি করে,
এই সুখ না দেখে
চলে গেলে ঘুমের ঘরে।
ছোট আমরা ভারসিটিতে পড়ি
নিয়মিত ক্লাসও করি।

মা,
আরও সুখের খবর আছে,
তুমি দাদু হয়েছ
শাফিন, ইকরাম, ইশমাম
তোমার তিন নাতী
তাদের অন্তরেও তুমি রয়েছ।
তুমি যদি থাকতে
তারা দাদু বলে ডাকতো
সারাক্ষন তোমায় মাতিয়ে রাখতো।

বাবার বয়স হয়েছে
শরীর বেশি ভালনা।
তোমার কথা মনে হলে,
মাঝে মাঝে আমাকেও বলে।

মা, চিঠিটা পাওয়ার পরে
সময় পেলে একবার এসো
আমার ঘোমের ঘরে।
আর আমায় জড়িয়ে ধরে
একটু আদর করে
আবার যেও,
আমার কাছ থেকে সরে।

মিস করছি ভীষণ


মিস করছি ভীষণ
ইমরান সরকার

দোস্ত তোকে খুব মিস করছি
তাইতো ফোনটা বারবার ধরছি,
ভাবি এইবুঝি তুই ফোন দিলি।

তোর ফোন যে আর আসেনা
তাই মনে কষ্ট জমে-
মুক্ত স্রোতে আর ভাসেনা।

দিন গড়িরে মাস আসে
তবু বন্ধু তোর ফোন আসেনা
কথা বলার জন্য মন কাদে
দুঃখে ভরা মন আর হাসেনা ।

ওনেক প্রতিক্ষার পর
ফোন আমার বাজলো,
কষ্ট সব  মুছে গেল
মন আবার হাসলো।

আকাঁশে তাকিয়ে চিৎকার করলাম
বললাম, বন্ধু আমায় ভূলেনি,
এখনো মিস করে
এখনো আমায় ভালবাসে
যায়নি কাছ থেকে সরে।
জিজ্ঞাসা করলাম-
দোস্ত তুই কেমন আছিস?
শরীর তোর ভালতো?
বললি তুই ভাল আছি ,
আরও বললি ভাল আছিস?

উত্তর দেয়ার সময়
হঠাৎ এক শব্দ হল
ঘুম আমার ভেঙ্গে গেল
আবেগ সব চলে গেল।

কিরে দোস্ত,
 আমায় কি আর ফোন দিবিনা?