ভালবাসি
ইমরান সরকার
এত বছর খুঁজিতেছি যারে
আজ পেয়েছি তারে।
হতে পারে সে অপরূপা
অথবা হতে পারে সে কুৎসিত,
তবু আমি তাকে ভালবাসি।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
তার এত সুন্দর মন
ভালবাসে যে প্রতিজন।
তার নেই রাগ অভিমান
তাই গেয়ে যাই তার জয়গান।
হাঁসি যে তার ফোঁটা পদ্ম
ফুল
ঘন কাল লম্বা তার চুল।
তাকে কিয়ে ভাবি সারা বেলা
স্বপনে গাঁথি ভালবাসার মালা
।
সে যে আমার আঁধার রাতের আলো
তাই আমি তাকে বাসি যে ভালো।
মিল যদি নাহয় এই জীঁবনকালে
ঈশ্বরের কাছে প্রার্থনা-
মিল যেন হয় পর কালে।